✅ এই ডিভাইসটি পাম্পের সাথে সংযুক্ত করলে ওভারহেড অথবা রিজার্ভ ট্যাংক এর পানি শেষ হয়ে গেলে স্বয়ংক্রিয় ভাবে পানির পাম্প কে চালু করে দিবে।
✅ ওভারহেড অথবা রিজার্ভ ট্যাংকি পরিপূর্ণ হয়ে গেলে স্বয়ংক্রিয় ভাবে পাম্প বন্ধ হয়ে যাবে।
✅ ট্যাংকে কি পরিমান পানি আছে তা দেখা যাবে।
✅ রিজার্ভ ট্যাংকে পানি না থাকলে অটোমেটিক ভাবে সিগন্যাল দেবে এবং পাম্প অটোমেটিকলি বন্ধ থাকবে।
✅ ডিভাইসটি সম্পূর্ণ অটোমেটিক হওয়ার কারণে এটা অপারেট করার জন্য কোন অপারেটর প্রয়োজন হবে না, ইন্টিলিজেন্টলি নিজেই স্বয়ংক্রিয় ভাবে কাজ করবে।
✅ পানির অপচয় বিদ্যুতের অপচয় কমে আসবে এবং আপনার দেয়াল ড্যাম্প হওয়ার চান্স থাকবে না।
✅ হাই-ভোল্টেজ এবং লো-ভোল্টেজ থাকার কারণে আপনার পাম্প পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেখান থেকে অটোমেটিক পাম্পকে রক্ষা করবে।
✅ ডিজিটাল স্কিনে ট্যাংক এর পানির পরিমান, ভোল্টেজ, মোটর রানিং টাইম এবং মোটর মোড দেখা যাবে।
✅ টাইমার অপশন থাকায় সময় নির্দিষ্ট করে পানি তুলতে পারবেন।
✅ সেফটি টাইম থাকায় লোড সেটিং এর সময় ৫-১০ সেকেন্ড পরে পাম্প চালু হবে যাতে মোটরের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে মটর বেচে যাবে।
✅ ম্যানুল সুইচ থাকায় যে কোন সমস্যায় অথবা যে কোন মূহুর্তে মোটর কে চালু করতে পারবেন।
✅ আপনার ট্যাংকে কত পার্সেন্ট পানি থাকা অবস্থায় পাম্প চালু এবং বন্ধ করতে চান সেটা নির্দিষ্ট করে নিতে পারবেন।
✅ কন্ট্রোলারটি যে কোন পানির পাম্পে এবং যে কোন ট্যাংকে সেট করা যায়।