কেনো আমাদের ডিভাইসটি সবচেয়ে জরুরি ? – Ai Electro Technology

কেনো আমাদের ডিভাইসটি সবচেয়ে জরুরি ?

আপনি অনেক টাকা ব্যয় করে স্বপ্নের বাড়িটি করেছেন কিন্তু পাম্প নিয়ন্ত্রণ না থাকার কারনে প্রতি মাসে হাজার হাজার টাকার বিদ্যুৎ ও পানির বিল অপচয় করছেন । আচ্ছা আপনাকে যদি প্রশ্ন করি পানির মোটর ছাড়া এবং চালু করা কতটা কষ্টের? নিশ্চিন্তে উত্তর দিবেন এর থেকে কস্টের কাজ অন্তত বাড়িতে আর কিছু নেই। এই কস্ট থেকে বাবা মা থেকে শুরু করে বাচ্চারা পর্যন্ত রেহাই পায়না। পাম্প বার বার নিচে যেয়ে চালু এবং বন্ধ করতে হয়। সময় মতো বন্ধ না হলে পানি পরে ছাদ ভেসে যাচ্ছে। আবার সময় মত চালু না হলে পানি পাচ্ছেন না । কোথাও বেড়াতে যেতে পারেননা। আপনার বাসায় আপনার বৃদ্ধ বাবা মা থাকতে পারে। সময় মত পানি না পেয়ে বাড়ির ভারাটিয়া চলে যাচ্ছে। এই কষ্ট ও ঝামেলা শেষ হবেনা যদি আপনি সচেতন না হন। আমরা এই সমস্যা সমাধানে কাজ করছি ২০১০ সাল থেকে। কেমন হয় যদি এই কাজটা আমাদের ডিভাইস করে দেয়?

Scroll to Top